ফেনীতে সাড়ে নয় হাজার ইয়াবাসহ আটক ২

ফেনী শহরের রামপুরে যাত্রীবাহী বাস ঈগল পরিবহন থেকে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||

ফেনী শহরের রামপুরে যাত্রীবাহী বাস ঈগল পরিবহন থেকে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে র‌্যাবের একটি দল রামপুর এলাকার ক্যাম্প সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। তল্লাশীকালীন সন্দেহজনক একটি বাস থামানোর সংকেত দিলে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে যাত্রীবাহী ঈগল পরিবহন বাস আটক করে রহিম দেওয়ান (৪২) ও শাহীন হোসেন (২৮) নামের দুইজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

তাদের দেয়া তথ্যমতে, বাসের চালকের সিটের নিচে শপিং ব্যাগ থেকে ৪৮ টি নীল রংয়ের প্যাকেট থেকে ৯ হাজার ৪শ ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪৭ লাখ ৪৫ হাজার টাকা।

এ ঘটনায় র‌্যাব ৬০ লাখ টাকা মূল্যের বাসটি (ঢাকা মেট্টো-ব-১৫-২৫৩৬) জব্দ করে। গ্রেপ্তারকৃত রহিম রাজধানীর আশুলিয়া থানার পূর্ব বেতঘর গ্রামের মৃত নাসির উদ্দিন দেওয়ানের ছেলে ও শাহীন যশোর জেলার কোতয়ালী থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন