|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনীর ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে নজরুল ইসলাম(৩২) নামে একজন নিহত হয়েছে ।পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা, ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুইশত পিচ ইয়াবা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শুভপুর ইউপির জয়পুরে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ওই গ্রামের তাহের আহম্মেদের বাড়ির সামনে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার সময় স্থানীয় জয়পুর গ্রামের মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম গ্রুপের সাথে আরিফ গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে । খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় আহত নজরুলকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ । এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি,দুইটি রামদা, ২০বোতল ভারতীয় ফেনসিডিল ও দুইশত পিচ ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় নজরুল নামে একজন নিহত হয়েছে।নিহতের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।