ফেনীতে বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে ছাত্রদল জেলা শাখা

|| অনলাইন প্রতিনিধি, ফেনী||

ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।  

শনিবার ২৭ জুন দুপুরে শহরের একটি গণমিলনায়তনে এই সেবার উদ্বোধন করেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ,ফুলগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বাচ্চু,ফেনী পৌর বিএনপির সদস্য আবুল হোসেন আবু,ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ জাহেদুল ইসলাম শিমুল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদল সদস্য নুর আলম সোহাগ প্রমুখ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, ” করোনা আক্রান্ত রোগীর এক পর্যায়ে শ্বাস-প্রশ্বাসে ব্যাপক সমস্যা হয়ে পড়ে আর এসময় কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। শুধু করোনা আক্রান্ত রোগী নয়, অন্যান্য রোগীর জন্যও অক্সিজেনের প্রয়োজন হতে পারে। এমতাবস্থায় অক্সিজেন মজুত করা ও এর মূল্য বেশী হওয়ায় অনেকে তাৎক্ষণিকভাবে অক্সিজেন গ্রহণ নিশ্চিত করতে পারছে না। এই অবস্থা হতে উত্তরণের জন্য  বিনামূল্যে  ‘অক্সিজেন সেবার” উদ্যোগ হাতে নিয়েছি। 

সেবাটি কেবলমাত্র ফেনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রাথমিকভাবে ১০ টি সিলিন্ডার নিয়ে শুরু হয়েছে এই অক্সিজেন সেবা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন