ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

|| অনলাইন প্রতিনিধি, ফেনী ||

করোনা উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার (১৬ জুন) ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

তিনজনই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ৭০ বছরের এক নারী আইসোলেশনে মৃত্যুবরণ করেন। শহরের বিরিঞ্চি এলাকা নিবাসী এ নারী দুপুর ১২টা নাগাদ হাসপাতালে ভর্তি হন। একইদিন বিকাল সাড়ে ৪টায় ৮৫ বছরের এক ব্যক্তি মারা যান। মৃত্যুর প্রায় এক ঘন্টা পূর্বে তিনি হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি শহরের পূর্ব মধুপুরে। 

ডাঃ ইকবাল জানান, মৃত্যুর পরপর করোনা পরীক্ষার জন্য উভয় ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও একইদিন বিকালে চৌদ্দগ্রামের একজন নারীর (২০) মৃত্যু হয় আইসোলেশন ওয়ার্ডে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, ১০ জুন এ রোগী হাসপাতালে তীব্র জ্বর নিয়ে ভর্তি হয়। ১১ জুন তার নমুনা সংগ্রহ করা হলেও এখনো পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন