ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফেনী এরিয়া অফিসের ম্যানেজার সাহাবুদ্দিন, সহকারী প্রকৌশলী কামরুল ইসলামসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||

ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার সকাল থেকে অভিযানে শহরতলীর লালপোল এলাকায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুসারে ৩ টি মামলায় মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া বিসিক শিল্পনগরীতে হীরা সুইটস এন্ড কনফেকশনারীর কারখানায় নির্ধারিত মাসিক লোড হতে অধিক হারে গ্যাস ব্যবহার এবং নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত করায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এবং বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফেনী এরিয়া অফিসের ম্যানেজার সাহাবুদ্দিন, সহকারী প্রকৌশলী কামরুল ইসলামসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন