|| সারাবেলা সংবাদদাতা, ফেনী ||
ফেনীর ফুলগাজীর জিএম হাটে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি স্কেভেটর,৪টি ড্রেজার মেশিন ও ২০০ মিটার বালু উত্তোলনের পাইপ জব্দ করা হয়েছে।
রোববার ২০ই ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, ফুলগাজী মনির আহম্মদ ডিগ্রি কলেজের পাশে মৎস্য ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি মহল। ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে পৌঁছার আগেই অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
তিনি বলেন, বালু উত্তোলনকালে ৩টি স্কেভেটর,৪টি ড্রেজার মেশিন ও ২০০ মিটার বালু উত্তোলনের পাইপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা।
জব্দকৃত মালামাল জিএম হাট ইউপি চেয়ারম্যান মজিবুল হকের জিম্মায় দেয়া হয়।
অভিযোগ রয়েছে, প্রায় তিন বছর ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ বালু ও মাটি বিক্রি করে আসছে জিএমহাটের একটি প্রভাবশালী মহল।