ফুলগাজীতে অটোরিক্সার সংঘর্ষে ভাই বোনের মৃত্যু

ফেনীর ফুলগাজীতে সড়ক দূর্ঘটনায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মো. বাচ্চু মিয়া (৭৫) ও তাঁর বোন খুকি আকতার (৫৫)। তাঁরা ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার বাসিন্দা।

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||

ফেনীর ফুলগাজীতে সড়ক দূর্ঘটনায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মো. বাচ্চু মিয়া (৭৫) ও তাঁর বোন খুকি আকতার (৫৫)। তাঁরা ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার বাসিন্দা।

শুক্রবার ১৭ জুলাই বিকেলে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজীর গাইনবাড়ী নামক এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। 

নিহত বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ মিয়া (৩৫) জানান, তাঁর বাবা ও ফুফু শুক্রবার সকালে ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের বসন্ত পুর গ্রামে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে দু’টি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তাঁর বাবা ও ফুফু মারা যান। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন