পাড়ায় পাড়ায় যাচ্ছে ভ্যান, বিনা পয়সায় মিলবে দুধ চিনি সেমাই

চট্রগাম সংবাদদাতা:

ঈদকে সামনে রেখে গরিব-অসহায় দুস্থ ও পথবাসী মানুষের মাঝে সেমাই-চিনিসহ ঈদ সামগ্রী বিতরণ করছেন। স্বাভাবিক সময়ের মতই আসন্ন ঈদের সকালে কর্মহীন মানুষের মুখে মিষ্টি কিছু তুলে দেওয়ার আয়োজন করলেন তিনি।নিজ এলাকার ১০ হাজার পবিবারের জন্য গুঁড়ো দুধ, লাচ্ছা সেমাই আর চিনি উপহার দেওয়ার এমন উদ্যোগ  চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ।

করোনা থাবায় বিপর্যস্ত মানুষের পাশে দাড়াতে চালু হওয়া  এই বাজার নগরীর দেওয়ানহাট দিঘীর পাড় এলাকায় তিনটি ভ্যানে করে ধনিয়ালাপাড়া, সুপারিপাড়া, কদমতলী, নাজিরপোল, বংশালপাড়া ,পোস্তারপাড়, মাজারবাড়ী, মীরবাড়ী, সোলতান কলোনী, চানমিয়ারবিল, মতিয়ারপোল এলাকার মানুষের কাছে পৌছে যাচ্ছে।

২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, প্রত্যেকপরিবারকে দুই প্যাকেট লাচ্ছা সেমাই, আধা কেজি গুঁড়ো দুধ,আধা কেজি করে চিনি বিতরণ করা হবে। এলাকার ভোটার হোক বা না হোক প্রত্যেক কর্মহীন নাগরিকের জন্য সেমাই, চিনি, দুধ পাঠিয়ে দেওয়া হবে। ঈদের আগের দিন পর্যন্ত এ কর্মসূচি চলবে ।

তিনি বলেন, করোনায় আমার ওয়ার্ডের বেশিরভাগ মানুষ আর্থিক সমস্যাগ্রস্থ।এলাকার প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবার ঈদের দিন অন্তত এক বাটি সেমাই খাবে- সেটাই আমার প্রত্যাশা।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন