|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনীর পরশুরামের পল্লী বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে প্রাণ হারালেন স্থানীয় এক গৃহবধু রুজিনা আক্তার। স্থানীয় মো. সুমনের স্ত্রী রুজিনার বয়স ২২ বছর। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২০শে আগস্ট সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের ডিএম সাহেব নগরে।
মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাবিবুল্লা জানান, ডিএম সাহেব নগরের করিম মাস্টারের বাড়ীর পাশে পরশুরাম পল্লী বিদ্যুৎ সমিতির সঞ্চালন লাইন বুধবার রাতে ছিড়ে মাটিতে পড়ে থাকে।
বৃহস্পতিবার সকালে রাস্তার উপর পড়ে থাকতে দেখে সুমনের স্ত্রী রুজিনা ছেঁড়া তারটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পরশুরাম পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
পরশুরাম পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জহিরুল ইসলাম জানান, বুধবার রাতে কোন এক সময় ওই তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। বৃহস্পতিবার সকালে তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ওই গৃহবধু।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ওই গৃহবধুর লাশ জানাযা শেষে দাফন করা হয়েছে। নিহত রুজিনা আক্তারের ভগ্নিপতি আমির হোসেনের অভিযোগ, পল্লীবিদ্যুৎ সমিতির গাফিলতিতেই তার শ্যালিকা মারা গেছে। তিনি নিহতের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।