নাঙ্গলকোট পৌরসভা নির্বাচন: মনোনয়নের আগেই সরব প্রার্থীরা

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনকে  সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীরা সরব হয়ে উঠেছে। পৌর নির্বাচনের দিনক্ষন ঘোষনা করা না হলেও এ পৌরসভা এলাকায় নির্বাচনী হাওয়া খুব জোরেসোরে বইতে শুরু করেছে। 

|| সারাবেলা প্রতিনিধি, নাঙ্গলকোট(কুমিল্লা) ||

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনকে  সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীরা সরব হয়ে উঠেছে। পৌর নির্বাচনের দিনক্ষন ঘোষনা করা না হলেও এ পৌরসভা এলাকায় নির্বাচনী হাওয়া খুব জোরেসোরে বইতে শুরু করেছে।

ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রার্থীতা ঘোষনা দিয়ে কোমর বেঁধে নির্বচনী মাঠে নেমে পড়েছেন। প্রার্থীরা মতবিনিময় সভা, শোডাউন, পোষ্টার  লিফলেট বিতরন সহ গণসংযোগ করে ভোটারদের সাথে কুশল বিনিময় করে নাগরিদের দৃষ্টি  আকর্ষণ করে  তাদের প্রার্থিতা সম্পর্কে জানান দিচ্ছেন। পাশাপাশি ফেইজবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছন। হাট বাজারে চায়ের দোকান সহ বিভিন্নস্থানে ভোটাররাও প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছেন।

অনেক মেয়র প্রার্থী এখন থেকেই নির্বাচনের লক্ষে তাদের সমর্থকদের জন্য অফিস খুলে দিয়েছেন। সম্ভাব্য প্রার্থীরা মাঠে-ময়দানে নির্বাচনী তৎপরতা চালানোর পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে হাই কমান্ডের সাথে লবিং চালিয়ে যাচ্ছেন। সাথে সাথে দলীয় কর্মীদের নিজের সমর্থনে রাখার প্রচেষ্টা অব্যাহত রাখছেন। এ পৌরসভাটি অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল লোটাস এমপির নির্বাচনী এলাকা হওয়ায় এর অনেক গুরুত্ব রয়েছে।

নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে যে কয়জন সম্ভাব্য মেয়র প্রার্থী  মাঠে তৎপর রয়েছেন তারা হলেন, বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মালেক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, উপজেলা  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ,সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকের হোসেন।  পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও তাদের নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন।

তবে এ পৌরসভা নির্বাচনকে ঘিরে সরকার দলীয় প্রার্থীরা মাঠে তৎপর থাকলেও বিএনপি বা অন্য-কোন দলের প্রার্থীদের  তৎপরতা দেখা যাচ্ছে না। নাঙ্গলকোট পৌরসভার বর্তমান মেয়র আবদুল মালেক বলেন, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপির সহযোগীতায় তিনি এ পৌরসভাকে তৃতীয় থেকে প্রথম শ্রণীতে উর্ণীত করে রাস্তাঘাটের উন্নয়নসহ ব্যাপক  নাগরিক সুবিধা বৃদ্ধি করেছি। শহরের শৌভা বর্ধনে বঙ্গবন্ধু চত্তর, লোটাস চত্তর নির্মাণসহ দৃষ্টি নন্দন ব্যাপক কাজ করেছেন। হাতে নিয়েছেন বড় ধরণের বেশ কয়েটি প্রকল্প। সে গুলো বাস্তবায়ন করে মডেল পৌরসভা গঠনের লক্ষে তিনি আবারও নির্বাচন করতে আগ্রহী।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউছুফ বলেন, শিক্ষিত সমাজ জনপ্রতিনিধি হলে ক্ষুধা, দারিদ্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব হবে। ভবিষ্যতে মানুষের পাশে থেকে আধুনিক মানের পৌরসভা গঠনকল্পে মেয়র হতে চাই। আমার শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক ঐতিহ্য এবং দলীয় বিভিন্ন পদে থেকে গত ৪০ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি।

 

আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু বলেন,অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি নাঙ্গলকোট পৌরসভায় যে উন্নয়ন করেছেন, তার ধারাবাহিকতা অব্যাহত এবং টেকসই উন্নয়নের মাধ্যমে পরিকল্পিত পৌরসভা গঠনের জন্য আমি আওয়ামীলীগ থেকে মেয়র প্রার্থী হতে চাই। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৯ টি গ্রাম নিয়ে নাঙ্গলকোট পৌরসভা গঠিত।এখানে ভোটার সংখ্যা ১৯ হাজার ৫শ ১০ জন। তার মধ্যে পুরুষ ৯হাজার ৭শ ৩৫জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯ হাজার ৭শ ৭৫ জন।

 

২০১৬ সালের ২০শে মার্চ এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ২০২১ সালের ২রা মে মেয়াদ শেষ হবে। সে হিসেবে তিন মাস পূর্বে ফেব্রুয়ারী মাসের প্রথমদিকে নির্বাচনের তফসীল ঘোষনার সম্ভাবনা রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী বলেন, পৌর নির্বাচনের কোন নির্দেশনা পাইনি। তবে নির্বাচন কমিশন সময়মত নির্বাচন করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন