|| অনলাইন প্রতিনিধি, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ||
কৃষকের কাছ থেকে ধান কিনতে এবার লটারি করলো কসবা উপজেলা ধান সংগ্রহ কমিটি। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এই লটারি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮৯৮ জন কৃষক নির্বাচিত হন। প্রশাসন বলছে, লটারিতে নির্বাচিত এসব কৃষকের কাছ থেকেই ধান কিনবেন তারা।
গোটা উপজেলায় প্রশাসনের তালিকায় কৃষক সংখ্যা ২ হাজার তিনশ’ ৪১ জন। উপজেলা ধান সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে লটারির মাধ্যমে এদের মধ্য থেকে নির্বাচিত হন ৮৯৮ জন কৃষক।
সভায় ধান সংগ্রহ কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন জানান, লটারির মাধ্যমে নির্বাচিত ৮৯৮ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ১ হাজার সাতশ’ ৯৬ টন ধান কেনা হবে।#