|| সারাবেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা) ||
দুইদিনেও খোঁজ মেলেনি চৌদ্দগ্রামের নিখোঁজ তরুন রেজওয়ান আহম্মেদ অনন্তের। ছেলে নিখোঁজ হওয়ায় অনন্তের বাবা আলী আজগর চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ অনন্ত উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুরের জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির সুপারভাইজার আলী আজগরের ছেলে। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কালাদহ গ্রামে।
আলী আজগর ২০০১ সাল থেকে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরিতে কাজ করছেন। চাকরির কারণে আলী আজগর পরিবার নিয়ে রাজেন্দ্রপুরের ইউনুছ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। সতেরো বছর বয়সী রেজওয়ান আহম্মেদ অনন্ত এসএসপি পাশ ও অবিবাহিত।
সে বৃহস্পতিবার সকালে কলেজে ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানার জন্য চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও অনন্তকে পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত অনন্তের খোঁজ পায়নি তাঁর পরিবার। কোন সহৃদয়বান ব্যক্তি রেজওয়ান আহম্মেদ অনন্তের খোঁজ পেলে তাঁর বাবা আলী আজগরের ০১৮১২৩২৪১৩৪ নম্বর বা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করেছে পরিবারের লোকজন।