|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||
মংডু-আকিয়াব বন্দরে কোভিড রোগী শনাক্তের কারণে প্রায় তিন মাস বিরতির পর মিয়ানমার থেকে আবারো পেঁয়াজের চালান আসছে। প্রথম দফায় শুক্রবার দুটি ছোট ট্রলারে ৩০ মেট্রিক টন পেয়াঁজ টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছেছে।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘তিন মাস পর মিয়ানমার থেকে শুক্রবার সকালে দুটি ট্রলারে করে ৩০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। শনিবার চালানটি খালাস হয়। সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের পেয়াঁজের আমদানি বাড়াতে উৎসাহিত করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
শুক্রবার টেকনাফ স্থলবন্দরে আসা এসব পেয়াঁজ আমদানি করেছেন ব্যবসায়ী আরফাতুল রহিম। এর আগে সর্বশেষ জুলাই মাসের গোড়ার দিকে টেকনাফে মিয়ানমার থেকে পেঁয়াজের ট্রলার এসেছিল।
মিয়ানমারের মংডু-আকিয়াব বন্দরে করোনা রোগী শনাক্ত হওয়ায় গত ৫ই জুলাইয়ের পর দেশটি থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো বাণিজ্যিক ট্রলার আসেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, বিরতির পর ফের মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
টেকনাফ শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এর আগে অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন, সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন এবং আগস্ট মাসে আসে ৮৪ মেট্রিক টন পেঁয়াজ। এরপর সর্বশেষ চলতি বছরের জুলাই মাসে এসেছিল ৮৩ মেট্রিক টন পেঁয়াজ।
টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘করোনা ভাইরাসের কারণে চলতি বছরের জুলাই মাসের শুরু থেকে মিয়ানমার থেকে পেঁয়াজসহ সব ধরনের মালামাল আমদানি বন্ধ ছিল। শুক্রবার এক ব্যবসায়ীর কাছে দুটি ট্রলারে করে ৩০ মেট্রিক টন পেঁয়াজে এসেছে। এটি অত্যন্ত ভালো দিক। সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের পেয়াঁজের আমদানি বাড়াতে উৎসাহিত করা হচ্ছে।’