টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি উৎসব চৌদ্দগ্রামে

কুমিল্লার চৌদ্দগ্রামে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি উৎসব হয়ে গেলো আলোচনা আর কেক কাটবার মধ্য দিয়ে।

|| সারাবেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা) ||

কুমিল্লার চৌদ্দগ্রামে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি উৎসব হয়ে গেলো আলোচনা আর কেক কাটবার মধ্য দিয়ে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে উপজেলার হোটেল গ্রিণ ভিউ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার। এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ।

এছাড়া কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম মজুমদার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, উপজেলা আ’লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুর রহমান রতন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান মিনু, সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, কার্যনির্বাহী সদস্য মনির উল্লাহ, মনোয়ার হোসেন, সফিউল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রকনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আয়োজনে অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন