|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ ||
কক্সবাজারের টেকনাফ বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে হ্নীলা জাদিমোরা ওমরখাল হতে ৩লাখ ৯০হাজার ইয়াবা উদ্ধার করেছে। দেশের চরম ক্রান্তিকালে রোহিঙ্গা এবং স্থানীয় সংঘবদ্ধ মাদক কারবারী চক্রের অপতৎপরতা বন্ধ করা যাচ্ছেনা। এসব পয়েন্টে মাদকের অপতৎপরতা বন্ধ করতে হলে রোহিঙ্গাদের কাঁটা তারের বেড়ায় রাখার পাশাপাশি স্থানীয় মাদক কারবারীদের কঠোর হাতে দমনের দাবী উঠেছে।
সুত্র জানায়, ১৫ আগষ্ট রাত পৌনে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ জাদিমোরা ওমর খাল পয়েন্টে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৩/৪জন মানুষ কাঁধে বস্তায় করে উপকূলে ওঠার সময় বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে বস্তা ফেলে কেওড়া বন দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ৫টি বস্তা পাওয়া যায়। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩লাখ ৯০হাজার ইয়াবা পাওয়া যায়।
যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান (পিএসসি) ।