টেকনাফে প্রায় সোয়া লাখ ইয়াবা মিলল কাঠের নৌকায়

টেকনাফ সীমান্তে মাদক নিয়ে আসার সময়ে নাফ নদী থেকে কাঠের নৌকাসহ ১ লাখ ২০হাজার পিস ইয়াবা বড়ির চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||

টেকনাফ সীমান্তে মাদক নিয়ে আসার সময়ে নাফ নদী থেকে কাঠের নৌকাসহ ১ লাখ ২০হাজার পিস ইয়াবা বড়ির চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার ৯ই সেপ্টেম্বর ভোররাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির টহল দল মাদকের চালান আসার খবর ফেয়ে নাফনদী বরাবর বিআরএম-৫ পয়েন্টের দক্ষিণে লাফারঘোনা পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন লোক একটি কাঠের নৌকা নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে।

বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করলে লোকজন নৌকা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল তল্লাশী করে নৌকাতে বস্তাভর্তি ইয়াবা পাওয়া যায়। ব্যাটালিয়ন সদরে নিয়ে গুনে ১ লাখ ২০হাজার ইয়াবা পাওয়া যায়।

এসব ইয়াবা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন