|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||
কক্সবাজারের টেকনাফে উপকূলীয় জনপদ বাহারছড়া শামলাপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে অজ্ঞাত এক মাদক কারবারী। আহত হয়েছে দুই র্যাব সদস্য।ঘটনাস্থল থেকে ইয়াবা অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ২২শে ডিসেম্বর ভোররাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর বীচ এলাকায় একদল মাদক কারবারী মাদকের চালান খালাস করছে এমন খবর পেয়ে র্যাব সদস্যরা আভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা গুলি চালালে দুই র্যাব সদস্য আহত হয়|র্যাবের দাবি, আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি চালালে মাদক কারবারীরা পালিয়ে যায়। পালানোর সময়ে গুলিতে এক কারবারি আহত হয়।
পরে ঘটনাস্থল তল্লাশী করে ইয়াবা, ১টি দেশীয় লম্বা বন্দুক, ৩ রাউন্ড বুলেট ও ১টি চাকু উদ্ধার করা হয়।
একইসঙ্গে আহত কারবারিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলা করা হবে।