|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||
টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে গেল একমাসে বিপুল পরিমাণ মাদক ও চোরাইপন্য আটক করেছে বিজিবি। এর দাম ২৯ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ৪২৫ টাকা। এছাড়া এসব মাদক ও চোরাই মালামাল বানিজ্যের সঙ্গে জড়িত এমন ২২ জনকে আটক করেছে তারা।
বিজিবি সুত্র জানায়, চলতি ২০২০ সালের ১লা আগস্ট থেকে ৩১শে আগষ্ট পর্যন্ত এই এক মাসে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওপি, চেকপোস্ট, আউটপোস্ট ও ব্যাটালিয়ন সদর টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে ২৩টি মামলায় ৯ লাখ ৬৩ হাজার ২৭৯ পিস ইয়াবা জব্দ করে। এরমধ্যে ১ লাখ ৭৯ হাজার ২৩৯ পিসসহ ১৮জনকে আটক এবং অবশিষ্ট ৭ লাখ ৮৪ হাজার ৪০ পিস পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন উদ্ধার করে।
অপরদিকে ১টি মামলায় ১শ ২৪ বোতল ফেন্সিডিলসহ ১ পাচারকারীকে আটক করা হয়। এছাড়া অন্যান্য চোরাইপণ্যের ৬টি মামলায় ৩ জনকে আটক করা হয়। তবে এই মাসে কোন অস্ত্র আটক করেনি বিজিবি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, সরকারের ঘোষণা বাস্তবায়ন করে মাদকমুক্ত টেকনাফ গড়ে তুলতে সীমান্ত রক্ষী বিজিবি জওয়ানেরা আরো সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।