|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ ||
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোর রাতে টেকনাফ পৌর সভার প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে ২ হাজার পিস ইয়াবাসহ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত হাজী রহমত হোসেনের পুত্র মোঃ জাফর আলম প্রকাশ জাফরী (৩০), একই এলাকার নুর হোসেনের পুত্র নুর ফারুক (২১), দক্ষিণ কাঞ্জরপাড়া এলাকার মো. ইদ্রিসের পুত্র রবিউল হাসান প্রকাশ আজাদ (১৯) ও অপর একজনকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।