|| অনলাইন প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||
টেকনাফে সন্ত্রাসী জনপদ হিসেবে খ্যাত গাজীর পাহাড়ে অভিযান চালিয়ে ১৮টি অস্ত্র, গুলি ও প্রচুর পরিমান ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময়ে সশস্ত্র সন্ত্রাসিদের সঙ্গে গুলি বিনিময়ে মারা গেছে তিনজন। আহত হয়েছে ৫ জন পুলিশ। পুলিশ বলছে, অনেক দিন ধরেই এই পাহাড়ে অস্ত্র তৈরী, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মত কার্যক্রম চালিয়ে আসছিল দুর্বৃত্তরা।
বুধবার ভোরে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে উপজেলার হ্নীলা রঙ্গিখালী গাজী পাহাড়ে অভিযান চালায় পুলিশ। এসময়ে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পুলিশের যারা আহত হয়েছেন তারা হলেন, ইন্সপেক্টর লিয়াতক, মশিউর রহমান, সনজিব দত্ত, সৈকত বড়ুয়া, ও মিথুন ভৌমিক। ডেরায় পাওয়া যায় ১৮টি দেশী-বিদেশী অস্ত্র, ২শ’ রাউন্ড গুলি, ও ৫৫ হাজার ইয়াবা।
অভিযানে গুলিবিদ্ধ রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার মৃত আব্দুল মজিদ ওরফে ভুলাইয়্যা বইদ্যের ছেলে নুরুল আলম (৪০), ছৈয়দ আলম (৩৫) ও শব্বির আহমদের পুত্র আব্দুল মোনাফ (২০) কে প্রথমে টেকনাফ সদর হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।#