চৌদ্দগ্রামে করোনাদুর্গতদের খাদ্যসহায়তা দিল বিএনপি

|| অনলাইন প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা) ||

উপজেলার দুইশ’র বেশী করোনাদুর্গত পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে স্থানীয় কনকাপৈত ইউনিয়ন বিএনপি। এসময়ে বিএনপি নেতারা বলেন, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার পক্ষ থেকে এসব খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।

সোমবার বিকেলে খাদ্যসহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও প্রবাসী ফোরামের নেতাকর্মীরা করোনাদুর্গত পরিবারকে তাদের বাড়িতে গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দেন।

মতামত দিন

  • ফেসবুকের মতামত
সংবাদ সারাদিন