সারি সারি ভ্যান। প্রত্যেকটি ভ্যান সাজানো সবজিতে। টমেটো, বাঁধাকপি, লাউসহ নানা ধরনের সবজি রয়েছে এসব ভ্যানে। প্রতিদিনই ভ্যানগুলো ঘুরে বেড়াচ্ছে নগরের অলিগলি। করোনা পরিস্থিতিতে দুর্দশাগ্রস্থ সাধারণ মানুষের পাশে দাড়াতে চট্টগ্রাম মহানগরীতে চালু করা হয়েছে এ ভ্রাম্যমাণ ফ্রি সবজি বাজার। নগরীর ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডে এলাকায় ঘুরে,ঘুরে টাকা ছাড়া সাধারণ মানুষের হাতে সবজি তুলে দেওয়ার এই পদক্ষেপ লোক দেখানো কোন কার্যক্রম নয়। যে কোন শ্রেণির মানুষ এই বাজার থেকে ফ্রিতে সবজি নিয়ে যেতে পারছেন।
সবজি নিতে আসা নগরের পাঠানটুলি ওয়ার্ডের স্থানীয় আসিফ আহমেদ জানিয়েছেন, অন্য যেকোন দিনের মতো সবজি কিনতে গেছিলাম কিন্তু টাকা দিতেচাইলে তারা জানায়, এগুলো বিনামূল্যে দেওয়া হয়। জোর করেও টাকা দিতে পারেনি তাদের।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনে আয় বন্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছে দিনমজুর, শ্রমিক ও নিম্নআয়ের মানুষরা। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তাদের মাঝে ফ্রি সবজি বিতরণের এমন উদ্যোগ নিয়েছেন ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ জাবেদ।
পাঁচটি ভ্যানে করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় এ ভ্রাম্যমান বাজার। সবজির মধ্যে রয়েছে লাউ,বেগুন, মিষ্টি-কুমড়া ও পাতা কপি।
২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডে কাউন্সিলর মোহাম্মদ জাবেদ সংবাদ সারবেলাকে বলেন, একজন ব্যক্তি সর্বোচ্চ এক কেজি সবজি নিতে পারবেন। দেশের ক্লান্তিলগ্নে একজন জনপ্রতিনিধি হিসেবে আমার নৈতিক দায়িত্ব জনগনের পাশে দাঁড়ানো ।দেশের কার্যত লকডাউন ঘোষণা পর সরকারি ত্রাণ আসার আগেও সাড়ে ৩ হাজার মানুষের মাধ্যে চাল,ডাল,তেল,পেঁয়াজ আলু বিতরণ করেছি। এরপর সরকারিভাবে ত্রাণ এসেছে দায়িত্ব নিয়ে আমি তা মানুষের কাছে পৌঁছে দিয়েছি।তবে সরকারি ত্রাণ দেওয়ার পরেও আমি দেখছি মানুষ কষ্টে আছে। তাই ফ্রি সবজি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রতিদিন কোন কোন এলাকায় এসব ভ্যান যাও তাও ফেসবুক পোস্টের মাধ্যমে আমি জানিয়ে দেওয়া হয়।