||সারাবেলা প্রতিবেদক, চট্টগ্রাম ||
চট্টগ্রাম কাস্টমসের ১৩ কর্মকর্তা-কর্মচারীসহ ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার ২৯ মে গভীর রাতে পাওয়া চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাব থেকে নমুনা পরীক্ষার ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, এক সপ্তাহ পূর্বে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ’র করোনার উপসর্গ দেখা দেয়। এর পর তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। পরবর্তীতে বিআইটিআইডি ল্যাবে তার নমুনা পরীক্ষার জন্য দেয়া হলে শুক্রবার রাতে সেই নমুনা করোনা পজিটিভ আসে। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে দেশের অর্থনীতি ও রাজস্ব আয় সচল রাখতে করোনার ঝুঁকির মধ্যেও দিন-রাত কাজ করে গেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
আর এই অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ১৩ জন কর্মকর্তা কর্মচারী।এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের একজন সাবেক সাধারণ সম্পাদক মৃত্যু বরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা অনসূয়া। তিনি বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের ১৩ কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া, আরো অনেকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যা ফলফলের অপেক্ষায় রয়েছে। বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে. রাজস্ব কর্মকর্তা, অফডক, আনস্টাফিং, অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স, ওয়ান স্টপ সার্ভিস, এন আই শাখার একজন কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন সেকশনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন।
সসা/মতিন/এসএম/এসকে