চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনার দায়ে ৯ জন আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই ঈদের কেনাকাটা করছিলেন। তাদের মধ্যে ৪ জন বিক্রেতা ও ৫ জন ক্রেতা।
সোমবার নগরের রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার কথা বলা হলেও কেউ তা মানছেন না। অভিযানে গেলেই চোখে পড়ে অস্বাস্থ্যকর পরিবেশ। প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছাড়াই ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখছেন না ক্রেতারা। এমনও দেখা গেছে- জেলা উপজেলার লোকজনও কেনাকাটা করার জন্য বাহার লাইনের বিভিন্ন মার্কেটে এসেছেন। যেটা করোনা ভাইরাস প্রতিরোধে নেতিবাচক ভূমিকা রাখবে।
কোতোয়ালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন স্বাস্থ্যবিধি না মেনে পণ্য ক্রয় করতে আসা ১৫ জন ক্রেতার কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয় জানিয়ে বলেন, সোমবার কোতোয়ালীর বিভিন্ন মার্কেটে কেনাকাটার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন মার্কেটে স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটার প্রমাণ পাওয়া যায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ৯ জন ক্রেতা-বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আটককৃতদের আসামি করে সংক্রমণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরো বলেন, আসামিরা এখন জেল হাজতে রয়েছেন। তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ছাড়া করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে মার্কেটগুলোতে অভিযান অব্যাহত রয়েছে।