চট্টগ্রামে সাংসদ পরিবারসহ ১০৮ জন করোনাক্রান্ত

|| সারাবেলা প্রতিবেদক, চট্টগ্রাম||

চট্টগ্রামে পরিবারের ১০ সদস্যসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

বুধবার (১০ জুন) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘চট্টগ্রামে ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ১০৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৬০ জন নগরের ও ৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।’
তিনি জানান, বুধবার রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিনের পরিবারের ১০ সদস্যসহ ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৭২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে নগরের ৩৮ জনের করোনা পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বুধবার ১৫০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরের ৭ জনের ও বিভিন্ন উপজেলার ৪৮ জনের করোনা মিলেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে পটিয়ার ২২ জন, বোয়ালখালীর ৩ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ৫ জন ও সীতাকুণ্ডের ১৫ জনের করোনা মিলেছে।

আক্রান্ত মোছলেম উদ্দিনের পরিবারের অন্যরা হলেন তার স্ত্রী শিরিন আহমেদ (৫৮), ফারহানা ইমন (৩৬) , আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) এবং তাসলিমা (১৩)।

জানা গেছে, গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরের লালখান বাজারের বাসা থেকে মোছলেম উদ্দিন ও পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজিটিভ আসে।
এদিকে চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ৩৮৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১০২ জন। সুস্থ হয়েছেন ২৯৪ জন।

প্রসঙ্গত, চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য হিসেবে করোনার কবলে পড়েন বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান; তাঁর পরিবারের মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশের প্রথম মন্ত্রী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি করোনায় আক্রান্ত হন।

সসা/মতিন/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন