চট্টগ্রামে মিললো দুই ব্যবসায়ীর মৃতদেহ

চট্টগ্রাম নগরীতে তিন কিলোমিটার দূরত্বের দুই জায়গা থেকে দুই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর হালিশহর ও সাগরিকা এলাকা থেকে উদ্ধার করা দুটি মৃতদেহেই ছিল ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন।

|| সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||

চট্টগ্রাম নগরীতে তিন কিলোমিটার দূরত্বের দুই জায়গা থেকে দুই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর হালিশহর ও সাগরিকা এলাকা থেকে উদ্ধার করা দুটি মৃতদেহেই ছিল ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন।

বৃহস্পতিবার ১৫ই অক্টোবর সকালে ৯৯৯-এ ফোন পেয়ে হালিশহর থানা পুলিশ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার নাম মিজানুর রহমান। তিনি হার্ডওয়ারের ব্যবসা করতেন। পাশাপাশি জায়গা জমি বেচা-কেনা র সঙ্গেও জড়িত ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি হালিশহর বি ব্লক এ ভাড়া থাকতেন।

অন্যদিকে আরেক ব্যবসায়ীর মৃতদেহ পাওয়া যায় পাহাড়তলী থানার সাগরিকা এলাকার আলিফ গলিতে।পাহাড়তলী থানা পুলিশ বলছে, এই ব্যবসায়ীর নাম বিজয় দাশ। তিনি বিকাশ এজেন্ট ছিলেন। 

স্বজনরা জানান, বিজয় দাশ বুধবার সকালে প্রতিদিনের মতো দোকানের উদ্দেশ্যে বের হয়ে রাতে আর বাসায় ফেরেননি।খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে স্বজনরা পাহাড়তলী থানায়  সাধারণ ডায়েরি (জিডি) করেন। মাত্র চার মাস আগে বিয়ের পিঁড়িতে বসা বিজয় দাশ নগরীর ইপিজেড এলাকায় বিকাশের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক বলেন, দুটি লাশ উদ্ধারের পর আমরা তাদের শরীরে আঘাতের চিহ্ন পেয়েছি। কাকে কী কারণে হত্যা করা হয়েছে খুব শিগগিরই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন