অনলাইন প্রতিনিধি, চট্রগ্রাম
চট্টগ্রামে শনাক্ত হয়েছে করোনাভাইরাস আক্রান্ত একজন। শুক্রবার ফৌজদারহাটে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ (বিআইটিআইডি) এ নমুনা পরীক্ষায় এই ফল পাওয়া যায়। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা গেছে।
আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন। করোনা আক্রান্ত পুরুষ মানুষটির বয়স ৬৭ বছর এবং তিনি চট্রগ্রাম নগরীর দামপাড়ার বাসিন্দা।#