চট্টগ্রামে কাপ্তাই সড়কে অজ্ঞাত নারীর মৃতদেহ

অনলাইন প্রতিনিধি, চট্টগ্রাম||
চট্টগ্রাম কাপ্তাই সড়কে মিলল এক নারীর মৃতদেহ। শুক্রবার সকালের দিকে রাঙ্গুনিয়া অংশের পোমরা ইউনিয়নের সত্যপীর মাজার এলাকায় কাপ্তাই সড়কের ওপর থেকে এই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রাঙ্গুনিয়া থানা পুলিশ বলছে, লাশটি থানা হেফাজতে আনার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিমের ধারনা, সড়ক দুর্ঘটনায় ওই নারী মারা গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার আনুমানিক বয়স ৩৫ বছর। পরনে রয়েছে থ্রি-পিস, নেভিব্লু রংয়ের বোরকা।
রাঙ্গুনিয়া মডেল থানার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আজ (শুক্রবার) দুপুরে রাঙ্গুনিয়ার সত্যপীর মাজার সংলগ্ন চট্টগ্রাম- কাপ্তাই সড়কের ওপর থেকে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। রাস্তা পারাপার হওয়ার সময় মালবাহী কোন ট্রাকের ধাক্কায় মহিলা মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো ওই মহিলার পরিচয় জানা যায়নি। সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মহিলার পরিচয় জানতে পারলে রাঙ্গুনিয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন ওসি।#

মতামত দিন

  • ফেসবুকের মতামত
সংবাদ সারাদিন