চট্টগ্রামে ওয়েবসাইটে মিলবে করোনার নমুনা পরীক্ষার ফল

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই জানা যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল।একই সাথে পজিটিভ বা নেগেটিভ ফলাফল নিশ্চিত হয়ে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিবার (২১ জুন) চট্টগ্রাম জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া সক্ষরিত  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রামে নমুনা পরীক্ষার ফলাফল জানতে আজ (রবিবার) থেকে সিভিল সার্জন অফিস নতুন একটি ওয়েবসাইট www.ysab.info উদ্বোধন করেছে। আজ থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে নমুনা প্রদানের সময় প্রদানকৃত মোবাইল নম্বর ব্যবহার করে ঘরে বসেই নমুনা পরীক্ষার ফলাফল জানতে পারবে।’  

এতে আরো উল্লেখ করা হয়, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হবে। চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াং সোশ্যাল অ্যাক্টিভিজম বোর্ড’ (YSAB)- এর সহযোগিতায় এ সংক্রান্ত কাজের জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে এ ওয়েবসাই ব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফলাফল জেনে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

সংবাদ সারাবেলা/জাহিদ হাসান/নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন