||সারাবেলা প্রতিবেদক, চট্টগ্রাম ||
গত বছরের তুলনায় ৫ হাজার ৭৭৭ জন কম শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫, দুটোই বেড়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। যা গতবার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ পরীক্ষার্থী।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে এইসব তথ্য জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
তিনি বলেন, ‘এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। গতবছর এসএসসিতে আমাদের পাসের হার ছিলো ৭৮ দশমিক ৪৩ শতাংশ। তাই এবার পাশের হার বেড়েছে ৬ দশমিক ৩২ শতাংশ।’
পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, ‘গতবছর চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ৭ হাজার ৩৯৩ জন। এবার ৯ হাজার ৮ জন জিপিএ-৫ পেয়েছে। যা গতবারের তুলনায় ১ হাজার ৬১৫ জন বেশি।’
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারীতে পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ হাজার ৪৩টি স্কুলের অংশ নিয়েছে মোট ১ লাখ ৪৪ হাজার ৯০ জন পরীক্ষার্থী, যা গতবছরের তুলনায় ৫ হাজার ৭৭৭ জন কমছিলো। গেল বছর এসএসসিতে এ বোর্ড থেকে অংশ নিয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী।
ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, গত বছর এ শিক্ষা বোর্ডে পাসের হার ছিলো ৭৮ দশমিক ৪৩ শতাংশ। এক বছর আগে ২০১৮ সালে এ হার ছিলো ৭৫ দশমিক ৫০। তবে এবার পাসের হার ৬ দশমিক ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৭৫ শতাংশে।
বরাবরের মতো এবারও তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে পাস করেছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী। এই শাখায় পাসের হার ৯২ দশমিক ৯৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও মানবিকে পাসের হার যথাক্রমে ৮৮ দশমিক ৬৭ শতাংশ ও ৭৫ দশমিক ৮৪ শতাংশ। এই বোর্ডে শূন্য পাসের হারের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। অন্যদিকে, শতভাগ পাস করেছে ৫০ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।
উল্লেখ্য ২০১৯ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৫ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী বেশি অংশ নিলেও জিপিএ-৫ পেয়েছিলো ৭ হাজার ৩৯৩ শিক্ষার্থী। ২০১৮ এ সংখ্যা ছিল ৮ হাজার ৯৪। তবে এবার প্রায় ৬ হাজার কম শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিলেও এবার ৯ হাজার ৮ জন জিপিএ-৫ পেয়েছে। যা গতবারের তুলনায় ১ হাজার ৬১৫ জন বেশি।
সসা/মতিন/এসএম/এসকে