চট্টগ্রামে আরও ২৮০ জন শনাক্ত, মৃত ৪

|| সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৯১ জনের নমুনা পরীক্ষা করে ২৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা শুরুর পর একদিনে করোনা শনাক্ত হওয়ার দিক থেকে এটা সর্বোচ্চ রেকর্ড। সনাক্তদের মধ্যে ১৫৫ জন নগরের ও ১২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫২ জন।

আজ বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ৫টি ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯৯১ জনের নমুনা পরীক্ষায় ২৮০ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

তৎমধ্যে ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ৩৩ জন নগরের ও ৪১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরমধ্যে নগরের ১৯ জন ও বিভিন্ন উপজেলার ৪০ জন বাসিন্দার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩১ জন ও বিভিন্ন উপজেলার ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৫৯ জন নগরের ও ৬ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ জন ও উপজেলার ২ জনের করোনা করোনা পজিটিভ পাওয়া গেছে।এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষা করে ৩টিতে করোনা পজিটিভ পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আক্রান্ত হওয়া উপজেলা পর্যায়ে ১২৫ জনের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ১৩, আনোয়ারার ২, চন্দনাইশের ১, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ৭, রাউজানের ৯, ফটিকছড়ির ১৯, হাটহাজারীতে ১৬, মিরসরাইয়ের ২৬ ও সীতাকুণ্ডের ১২ জন বাসিন্দা আছেন। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৫ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৮৭৯ জন করোনা রোগী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন