চট্টগ্রামের প্রখ্যাত আলেম আল্লামা হাশেমী ও প্রবীণ আইনজীবীর মৃত্যু

|| সারাবেলা প্রতিবেদক, চট্টগ্রাম  ||

দেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রামের প্রখ্যাত আলেম ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান ওস্তাজুল ওলামা, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (৯৫) আর নেই ইন্নালিল্লাহি…রাজিউন।

আজ মঙ্গলবার (২ জুন) ভোর ৫ টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব ও আল্লামা হাশেমীর ছাত্র মাওলানা আবুল কাশেম নূরী। 

তিনি জানান, হুজুর হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫ টায় ইন্তেকাল করেছেন। আমরা হুজুরের জানাজার সময় নির্ধারণে পরিবারসহ সবার সাথে পরামর্শ করছি। 

জানা গেছে, আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও আ্যজমাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আল্লামা নুরুল ইসলাম হাশেমী গত শনিবার (৩০ মে) বিকেল ৩ টায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নগরী বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও শ্বাসকষ্টের রোগী অযুহাতে নগরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল তাকে ভর্তি করতে অপারগতা প্রকাশ করে। পরে গুরুতর অবস্থায় নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানই আজ ভোর ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী বায়েজিদ বোস্তামী থানাধীন ২ নম্বর জালালাবাদ বটতল এলাকায় কাজী পরিবারে ১৯২৮ সালে ২৯ ডিসেম্বর জম্মগ্রহণ করেন। তিনি আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান ছাড়াও প্রবীণ আলেম হিসেবে সবার কাছে পরিচিত। বিরল মেধার অধিকারী এই আধ্যাত্নিক আল্লামা বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপনার পাশাপাশি ১৯৬৪ সালে বটতল আহছানুল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা করেন। তিনি বিভিন্ন ইসলামী বই রচনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন। সারা দেশে তাঁর লাখো মুরিদ ও ভক্ত রয়েছেন। 

আল্লামা হাশেমীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।এক শোকবার্তায় মেয়র বলেন, ‘প্রিয়নবীর সুন্নাতের একনিষ্ঠ অনুসারী ছিলেন আল্লামা হাশেমী। এ মহান ব্যক্তিত্ব নিজেই হয়ে ওঠেন অনুপম অনুসরণীয় আদর্শ। আলেমকুলের এ শিরোমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন শ্রদ্ধেয় এবং ইমাম হিসেবে উপমহাদেশে অতুলনীয় স্থান গড়ে নেন।’  

এদিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবি কবির চৌধুরী। 

আজ মঙ্গলবার (২ জুন) সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পরিবারের সদস্যরা জানান, সপ্তাহখানেক আগে কবির চৌধুরী হার্টের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে প্রাইভেট মেডিকেলে ভর্তির চেষ্টা করা হয়। গত ২৯ মে জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমূনা প্রদান করে। কিন্তু করোনা সাটিফিকেট ছাড়া কোন হাসপাতাল তাঁকে ভর্তিতে রাজি হয়নি। শেষে বাধ্য হয়ে অনেক চেষ্টা তদ্বির করে ৩০মে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে রিপোট পাওয়ার পূর্বে ২৯ মে তাঁর অক্সিজেন গ্রহণের হার কমে যায়। গতকাল সোমবার (১ জুন) সেখানে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ সকাল সোয়া ১১টায় তিনি মারা যান। 

কবির চৌধুরী আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের মো.আবুল হাসেম মুন্সী বাড়ির, তালুকদার আফিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি ৭ সন্তান রেখে গেছেন।

উল্লেখ্য, এডভোকেট কবির চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ‘র প্রতিষ্ঠাকালীন সদস্য, দক্ষিণ চট্টগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক ছিলেন। ১৯৯১ সালে আনোয়ারা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

এদিকে প্রবীণ আইনজীবি এডভোকেট কবির চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। সে সাথে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

সসা/মতিন/এসএম/এসকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন