অনলাইন প্রতিনিধি, শ্রীমঙ্গল (সিলটে)
ফোন দিলেই ভ্রাম্যমান বিপনী গিয়ে হাজির মানুষের বাড়িতে। সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকা মানুষের কাছে নামমাত্র দামে নিত্যপণ্য পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। কর্মসূচির নাম শপ-২০’। হটলাইন নম্বর ০১৭০০৭১৭১৩৮। ফোন করলেই ভ্রাম্যমান দোকান শপ -২০ পৌঁছে যাচ্ছে ঘরবন্দি পরিবারের কাছে। মাত্র ২০ টাকা কেজি দরে দিচ্ছে চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজের মত নিত্যপণ্য। শিগগিরিই বয়স্ক ও শিশুদের জন্য গরুর দুধ বিক্রির কথাও ভাবছেন উদ্যোক্তারা।
কর্মসূচীসমন্বয়ক তাইজুল ইসলাম জাভেদ জানালেন, গত দু’দিনে উপজেলা শহর দুরবর্তী নোয়াগাঁও, কুঞ্জবন, কুমিল্লাপাড়া, বুদ্ধপাড়া, লামুয়া, ভৈরবগঞ্জ, মতিগঞ্জ, সরকার, ভূনবীরসহ বেশ কিছু জায়গায় ফোন কলের ভিত্তিতে ৪১০টি পরিবারের কাছে পণ্য পৌঁছে দিয়েছেন তারা। সামাজিক সম্মানের জায়গা থেকে মধ্যবিত্ত-শিক্ষিত শ্রেণীর মানুষরাই বেশী সাড়া দিচ্ছে এই কর্মসূচিতে।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার সকল সরকারী কর্মকর্তাদের একদিনের বেতন বা ইচ্ছাধীন অতিরিক্ত অনুদান এবং লেডিস ক্লাবের অনুদানে এ ‘শপ-২০’ কার্যক্রমের তহবিল যোগানো হয়েছে। স্থানীয় করোনা প্রতিরোধ কমিটির পরিচালনায় এ কার্যক্রম দু’দিনেই ব্যাপক সাড়া পেয়েছে। তবে, অনুদানের বাজেট ও বিক্রয়লব্ধ বিনিয়োজিত অর্থ ফুরিয়ে গেলে তা কিভাবে চালানো হবে এ নিয়ে রয়েছে উৎকন্ঠা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গত দুই দিনে বিভিন্ন এলাকায় গিয়ে কিছু মানুষ পাওয়া গেলো তারা খুবই সচেতন। বাড়ি থেকে কিছুতেই বের হচ্ছেন না তারা। হটলাইনে ফোন দিয়ে ঘরে বসে অতিপ্রয়োজনীয় কিছু বাজার কিনতে পেরে তারা খুবই খুশি।#
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/download-1-2.jpg?fit=300%2C156&ssl=1)