|| অনলাইন প্রতিনিধি, চট্টগ্রাম ||
খাদ্যসহায়তা চাইতে গিয়ে জনপ্রতিনিধির কার্যালয়ে লাথি আর মারধরের শিকার হতে হয়েছে বৃদ্ধা নূরজাহান বেগমকে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে।
রোববার দুপুরে ত্রাণ নিতে বৃষ্টিতে ভিজে স্থানীয় বেশ কিছুসংখ্যক মানুষ জড়ো হন ২৬ নম্বর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে। এ সময় ত্রান নিতে কাউন্সিলর কার্যালয়ের ভেতরে গেলে শারীরিক নির্যাতনের শিকার হন ষাটোর্ধ্ব নুরজাহান বেগম।
নুরজাহান বেগম কান্নাকন্ঠে বলেন, কাউন্সিলর কার্যালয়ের ভেতরে যাওয়ার পর নাসির নামে একজন তার বুকে লাথি মারে। সেখানে উপস্থিত একাধিক মানুষ জানিয়েছেন নাসির কাউন্সিলের লোক। তারা এও অভিযোগ করেন, ভোটার কার্ড দেখে ত্রান দেয়া হবে বললেও বেশীর ভাগ ত্রান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাদের নিজেদের মানুষের দেওয়া হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর আবুল হাসেম বলেন, ‘আজ আমার অফিসে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ত্রান বিতরণ নিয়ে সমন্বয় সভা চলছিলো৷ এ সময় কমিটি গঠন নিয়ে স্থানীয় আওয়ামী যুবলীগ নেতাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে । তবে কোনো বৃদ্ধকে লাথি মারার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।