খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় আটক ২

খাগড়াছড়ির মহালছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা করেছে ওই কিশোরীর পিতা। মামলায় আল-আমিনকে আসামী করে আরও ৩ জনকে অজ্ঞাত করে আসামী করা হয়।

|| সারাবেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ||

খাগড়াছড়ির মহালছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা করেছে ওই কিশোরীর পিতা। মামলায় আল-আমিনকে আসামী করে আরও ৩ জনকে অজ্ঞাত করে আসামী করা হয়।

এ ঘটনায় মহালছড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আল-আমিন (২৭) কে চট্টগ্রামের সীতাকুণ্ড কদম রসূল এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে মহালছড়ি থানা এলাকা থেকে আব্দুল কাদের (২৮) কে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বিগত ২/৩ মাস আগে থেকে ঐ স্কুল ছাত্রীর সাথে আল-আমিনের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এর সূত্র ধরে গত ৩১ আগষ্ট সন্ধ্যায় মেয়ের সাথে ছেলের দেখা করার কথা হয়। এক পর্যায়ে মহালছড়ির থলিপাড়া এলাকার রাবার বাগানে দেখা করলে আল-আমিন মেয়ের সাথে ধস্তাধস্তি করলে সে আঘাত পেলে টিলাপাড়াস্থ আর্য্য মিত্র বৌদ্ধ বিহার পাশে পাওয়া যায়।

মহালছড়ি থানার ওসি মো: জাহাঙ্গীর বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে কিশোরীর পিতার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আল-আমিনকে চট্টগ্রামের সীতাকুণ্ড কদম রসূল এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে মহালছড়ি থানা এলাকা থেকে আব্দুল কাদেরকে আটক করা হয় বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন