খাগড়াছড়িতে শেষ হলো শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা

শঙ্খধ্বনিতে বিজয়ী প্রথম সৌম্য খাস্তগীর, দ্বিতীয় মৃদুল চক্রবর্তী ও তৃতীয় স্থান অধিকারী ময়না তালুকদার এবং এবং উলুধ্বনিতে প্রথম চিত্রা দে, দ্বিতীয় শেলী দাশ, তৃতীয় অনিমা দেকে অভিনন্দন জানানো হয়।

|| সারাবেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ||

খাগড়াছড়িতে শেষ হলো শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা।বৈশ্বিক দূর্যোগ করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি ও বিশ্বশান্তি চেয়ে দেশে এই প্রথমবারের মতো সনাতন ধর্মালম্বী নারী-পুরুষদের মধ্যে শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজন ও সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় রোববার সকাল ১১টা থেকে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ন মন্দিরে এই প্রতিযোগিতায় জেলা ও এর অন্তর্গত উপজেলার প্রতিযোগীরা অংশ নেন।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য।

    এ সময় খাগড়াছড়ি লক্ষী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য্য, সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টাচার্য্য, সনাতন ছাত্র যুব পরিষদের উপদেষ্টা স্বপন চৌধুরী ও যুবপরিষদের সদস্য কাঞ্চন চৌধুরী উপস্থিত ছিলেন।

    পরে শঙ্খধ্বনিতে বিজয়ী প্রথম সৌম্য খাস্তগীর, দ্বিতীয় মৃদুল চক্রবর্তী ও তৃতীয় স্থান অধিকারী ময়না তালুকদার এবং এবং উলুধ্বনিতে প্রথম চিত্রা দে, দ্বিতীয় শেলী দাশ, তৃতীয় অনিমা দেকে অভিনন্দন জানানো হয়।

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    সংবাদ সারাদিন