|| সারাবেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ||
খাগড়াছড়িতে সাধারণ জনগণের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ।
রোববার ২১শে মার্চ সকালে খাগড়াছড়ি সদর থানার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
খাগড়াছড়ি বাজারের ক্রেতা বিক্রেতা, পথচারী ও যাত্রীদের মাঝে এ সময় মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করতে মাইকিং করা হয়।
খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সদর সার্কেলের এএসপি জিনিয়া চাকমা ও খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ রশিদ এ সময় উপস্থিত ছিলেন। করোনা বিস্তার প্রতিরোধে সর্তক হওয়ার আহ্বান জানিয়ে সরকার ঘোষিত নির্দেশনা পালন করতে সকলকে অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা।