|| অনলাইন প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা)||
কুমিল্লায় করোনা সংক্রমণ, মৃত্যু ও শনাক্ত লাগামহীন গতিতে বেড়েই চলছে। বৃহসপ্রতিবার (১৯ জুন) এক দিনেই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আর ও ৫ জন।
শুক্রবার ১৯ জুন প্রাপ্ত ফলাফলে আরও ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭১জনে। শুক্রবার পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, শুক্রবার প্রাপ্ত ফল অনুসারে নতুন করে আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ৪১জন, দেবিদ্বারে ১৩ জন, লাকসামে ১ জন, মুরাদনগরে ২ জন, নাঙ্গলকোট মৃত্যু ১ সহ ১৭ জন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলা থেকে ১৫ হাজার ৪৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৪ হাজার ১৯৪ জনের। করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৯৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৭১ জন।