|| উপজেলা প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা) ||
করোনা সংক্রমণ বেড়েই চলেছে কুমিল্লায়। গেল ২৪ ঘণ্টায় জেলাজুড়ে নতুন করে ১৩১ জনের শরীরে সংক্রমণ শনাক্ত করা গেছে। যার মধ্যে ৩৯ জনই কুমিল্লা শহরের। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০২ জনে।
এদিকে, করোনা সংক্রমণ থেকে জেলায় মোট সুস্থ হয়েছেন ৭৪৭ জন। আর জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে এখন পর্যন্ত কুমিল্লায় করোনায় মৃতের সংখ্যা ৭৮ জন। শনিবার নতুন করে মারা গেছেন ৭ জন। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার পর্যন্ত কুমিল্লা জেলায় ১৫ হাজার ৮২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৪ হাজার ৫৭০ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে করোনা পজিটিভ ২ হাজার ৬০২ জনের।
শনিবার পর্যন্ত নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩৯ জন, আদর্শ সদর উপজেলাতে ৫ জন, বরুড়ায় ৮ জন, চৌদ্দগ্রামে ১২ জন, মনোহরগঞ্জ উপজেলাতে ১৯ জন, মুরাদনগরে ১ জন, নাঙ্গলকোট উপজেলাতে ২ জন, সদর দক্ষিণে ৪ জন, লালমাই উপজেলায় ৪ জন, বুড়িচংয়ে ১ জন, চান্দিনাতে ৯ জন, হোমনায় ৫ জন, দাউদকান্দিতে ১৮ জন এবং , তিতাস উপজেলাতে ৪ জন।