|| সারাবেলা প্রতিনিধি, কসবা ||
কসবায় পাওনা টাকা চাইতে গিয়ে কিল ঘুসিতে প্রাণ হারালেন ডেকোরেটর ব্যবসায়ী কবির হোসেন ওরফে ছোটন মিয়া (৫৫)। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামের ডেকোরেটর মালিক কবির হোসেন ওরফে ছোটন মিয়ার নিকট থেকে প্রায় ৯ মাস পূর্বে একই গ্রামের রিক্সাচালক সেলিম মিয়া (৩৫) তেতাল্লিশ হাজার টাকা ধার নেয়। বারবার তারিখ দিয়েও সেলিম মিয়া টাকা পরিশোধ করেনি।
সবশেষ শুক্রবার ১১ সেপ্টেম্বর সকালে ১০ হাজার টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলো সেলিম মিয়া। কবির হোসেন দশ হাজার টাকা আনতে সেলিম মিয়ার বাড়িতে গেলে রিক্সাচালক সেলিম ও তার স্ত্রী পারভিন আক্তার টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিম ও তার স্ত্রী কবির হোসেনের বুকে ও তলপেটে সজোরে ঘুসি ও লাথি মারতে থাকলে কবির হোসেন অজ্ঞান হয়ে পড়ে।
স্থানীয় লোকজন কবির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কবির হোসেন ৬ সন্তানের জনক।
এঘটনায় নিহতের জেষ্ঠ্য কণ্যা লাভলি আক্তার বাদী হয়ে সেলিম ও তার স্ত্রী পারভিন আক্তারকে আসামী করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করছেন।
কসবা থানা অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন এঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মেয়ে লাভলি আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সেলিম মিয়া ও তার স্ত্রীকে দুপুরে চারুয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।