|| অনলাইন প্রতিনিধি, ফেনী ||
করোনাভাইরাসের কাছে হার মেনেছে চিকিৎসক অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া (৭২)। ফেনীর গর্ব প্রথিতযশা চিকিৎসা সেবার অগ্রদূত ডা. গোলাম কিবরিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের (শুক্রবার ০০.৪০ মিনিট) দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। মৃত্যুর আগে ঢাকা শমরিতা হাসপাতালে কর্মরত ছিলেন তিনি।
ডা. কিবরিয়ার ভাতিজা নাজমুল করিম ভূঁঞা সুমন জানান, ঈদুল ফিতরের দিন থেকে তাঁর জ্বরসহ একাধিক করোনা উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে। গত বুধবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তিনি আরো জানান, চাচার ফুসফুসে সংক্রমণের হার ছিল প্রকট। তাঁকে শতভাগ অক্সিজেন দেয়া হচ্ছিল। কিন্তু তার শরীরে অক্সিজেনের মাত্রা ৫০ শতাংশের বেশি বাড়েনি।
ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না জানান, শুক্রবার (০৫ জুন) সকাল ১০ টায় ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ডের মনির উদ্দিন ভূঁঞা দারোগা বাড়ির সামনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে মরহুমের মৃত্যুতে ফেনী জেলা সিভিল সার্জন,জেলা আওয়ামী লীগ,ফেনী প্রেস ক্লাব সহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সসা/এসসি/এসএম/এসকে