করোনার লক্ষণ নিয়ে চট্টগ্রামে পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসের অন্যতম উপসর্গ শ্বাসকষ্টে প্রাণ হারালেন চট্টগ্রাম নগর পুলিশের এক সদস্যের।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হালিশহর থানার কনস্টেবল মো. নেকাব্বর হোসেন (৪৫)।তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার চর আফজাল গ্রামের কাঞ্চন আলীর ছেলে। তিনি হালিশহরের নয়া বাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, ‘জেনারেল হাসপাতালের আইসিইউতে সকাল সাড়ে আটটায় করোনা উপসর্গ নিয়ে হালিশহর থানার কনস্টেবল নেকাব্বর মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব  বলেন, ‘গত ২২ মে হাসপাতালে ভর্তি হন পুলিশ সদস্য মো. নেকাব্বর। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকাল সাড়ে আটটায় তার মৃত্যু হয়।’

এর আগে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে দুই জন পুলিশ সদস্যের মৃত্যু হয়।

প্রসঙ্গত, চট্টগ্রামে এ পর্যন্ত ৮৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২১ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭৯ জন। এবং মৃত্যুবরণ করেছেন ৫০ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন