|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
করোনায় দায়িত্ব পালন করাকালীন আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা করেছে ফেনী পুলিশ পরিবার। সারা দেশে পুলিশে কর্মরত ফেনী জেলার সদস্যদের নিয়ে গঠিত মানবিক সংগঠন ফেনী পুলিশ পরিবারের পক্ষ থেকে মৃত এএসআই গোলাম মর্তুজা কাইয়ুমের মেয়ে ও কনস্টেবল মামুন উদ্দিনের পরিরারের হাতে ১ লাখ টাকা করে সহায়তার চেক তুলে দেয়া হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সে এই সহায়তার চেক তুলে দেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম।
পুলিশের উপ -পরিদর্শক ও ফেনী পুলিশ পরিবারের সমন্বয়ক সাইফ উল্যাহর পরিচালনায় অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার রবিউল হক,ডিআইও ওয়ান সামছুল ইসলাম, পুলিশের পরিদর্শক ও ফেনী পুলিশ পরিবারের সমন্বয়ক নিজাম উদ্দিন। এতে ফেনী পুলিশ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।