|| অনলাইন প্রতিনিধি, সদর (কক্সবাজার) ||
ঘূর্ণিঝড় আমপান ও করোনদুর্গতদের ঈদসহায়তা দিতে শুক্রবার সেনাবাজার বসিয়ে নিত্য পন্য, সবজি ও স্বাস্থ্যসেবা দিল সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।
জনদূরত্ব নিশ্চিত করে কক্সবাজার জেলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্গতদের চাল, আটা, তেল, লবন, ডাল এবং বিভিন্ন ধরনের সবজি দেওয় হয় ১০০০ পরিবারকে। এছাড়া ২০০ জনকে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধপত্র।
দেশে বিরাজমান লকডাউন পরিস্থিতিতে এ অঞ্চলের প্রান্তিক ক্ষতিগ্রস্ত কৃষকের কাছ থেকে সেনাসদস্যরা সরাসরি সবজি কিনে সেনাবাজারে নিয়ে আসেন। এতে করে দুর্গতরাও যেমন সহায়তা পাচ্ছেন। তেমনি কৃষকরাও তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে পারছেন ন্যায্য দামে।
স্থানীয়দের মাঝে ঈদ উপহার হিসেবে বিবেচিত সেনাবাহিনীর এই কার্যক্রম ইতোমধ্যেই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। করোনা ভাইরাসের সংক্রমনের শুরু থেকেই অসহায় এবং প্রান্তিক আয়ের মানুষদের জীবনকে সহজ করার জন্য রামু সেনানিবাসসহ দেশের অন্য সেনানিবাসের পক্ষ হতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার জেলা ও চট্টগ্রাম জেলার ৪টি উপজেলায় গত ২৪শে মার্চ থেকেই মাঠে রয়েছে ১০ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা। তারা টহল কার্যক্রমসহ করোনার ভয়াবহতার ব্যাপারে মানুষকে সচেতন করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরন করছেন।
এছাড়া, নিজেদের রেশন বাঁচিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কর্মহীন অসহায় পরিবারের মানুষগুলোর হাতে তুলে দিচ্ছেন। বর্তমানে তারা ঘূর্ণিঝড় আমপান উপদ্রুত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট ও বাঁধ পুনঃনির্মাণে স্থানীয়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।
পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জনসাধারণদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য এসকল এলাকায় সেনাবাহিনীর ১০টি মেডিক্যাল টিম গত বৃহস্পতিবার থেকে একযোগে কাজ করছে।