কক্সবাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

কক্সবাজারের চকরিয়ায় টমটম (ইজিবাইক) গাড়ির ধাক্কায় আফসানা সায়মা তানিশা নামের সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে..

|| সারাবেলা প্রতিনিধি, কক্সবাজার ||

কক্সবাজারের চকরিয়ায় টমটম (ইজিবাইক) গাড়ির ধাক্কায় আফসানা সায়মা তানিশা নামের সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মধ্যম চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তানিশা ওই এলাকার সাইফুল ইসলামের কন্যা।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ গ্রামীণ অভ্যন্তরীণ সড়ক মধ্যম চরপাড়া এলাকায় বিকেল ৪টার দিকে শিশু তানিশা ঘর থেকে বের হয়।

শিশুটি দৌড়ে রাস্তা পারাপার সময় যাত্রীবাহি একটি টমটম গাড়ি তাকে ধাক্কা দিলে তার মুখের ডান পাশে , পেঠের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের নিচে গুরুতর জখম হয়। ঘটনার পর পর গাড়ি নিয়ে (ইজিবাইক) চালক তার গাড়িটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।

নিহতের পরিবার ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু তানিশাকে মৃত ঘোষনা করেন। সড়ক দূর্ঘটনায়  শিশু নিহতের খবর পেয়ে মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্র নিহত শিশুর লাশ উদ্ধার করেন।

মাতামুহুরী পুলিশ ফাঁড়ি তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক  সুজাউদৌলা বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত শিশুর লাশটি উদ্ধার করা হয়। শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে আইনানুগ ভাবে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

সংবাদ সারাদিন