|| অনলাইন প্রতিনিধি, ফেনী ||
ঈদসামগ্রী পেলেন ২০০১ সালে চন্দ্রপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহতদের পরিবার। শনিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবারের সদস্যদের কাছে এসব সামগ্রী পৌঁছে দেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও সহ-সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা।
উল্লেখ্য- ২০০১ সালের ২৭শে জুলাই বিএনপি অধ্যুষিত চন্দ্রপুর গ্রামে তৎকালীন সাংসদ জয়নাল হাজারীর বাহিনীর হামলায় শিশু রিমন, বশির ও ইসমাঈল নিহত হয় এবং বিএনপি নেতাকর্মীসহ অসংখ্য গ্রামবাসী আহত হয়। ঘটনাটি তখন সারাদেশে আলোচিত হয়।