টেকনাফে ট্রলারবোঝাই ইয়াবাসহ আটক ৭

টেকনাফের অদূরে বঙ্গোপসাগর থেকে ৫লাখ পিস ইয়াবাবোঝাই একটি ফিশিং ট্রলারসহ মাদক পাচারে জড়িত ৭জন মাঝি-মাল্লাকে আটক করেছে কোস্টগার্ড

|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||

টেকনাফের অদূরে বঙ্গোপসাগর থেকে ৫লাখ পিস ইয়াবাবোঝাই একটি ফিশিং ট্রলারসহ মাদক পাচারে জড়িত ৭জন মাঝি-মাল্লাকে আটক করেছে কোস্টগার্ড।

সুত্র জানায়, ২০শে সেপ্টেম্বর শনিবার ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানরা বড় ডেইল উপকূলীয় এলাকার ২৫/৩০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিম দিকে বঙ্গোপসাগরে একটি সন্দেহভাজন ফিশিং ট্রলারকে ধাওয়া করে। একপর্যায়ে ট্রলারটি নিয়ন্ত্রণে নিয়ে কো¯টগার্ড সদস্যরা তাতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫লাখ পিস ইয়াবা উদ্ধার করে।  মিয়ানমার থেকে এসব মাদক বাংলাদেশে আনা হচ্ছিল। এ সময় ইয়াবার চালানসহ ফিশিং ট্রলারটি জব্দ করে কোস্টগার্ড। 

অভিযান চলাকালে মাদক পাচারে সম্পৃক্ততার দায়ে ট্রলারে থাকা সাতজনকে আটক করা হয়। এদের সবাই টেকনাফের বিভিন্ন গ্রামের অধিবাসী। আটককৃতদের মধ্যে রয়েছে- মৃত খুইল্লা মিয়ার পুত্র মহররম আলী (৪৪), ফয়সাল আহমেদের পুত্র আব্দুল শুক্কুর (২৬), দুদু মিয়ার পুত্র আমানুল্লাহ (২৮), রশিদ আহমদের পুত্র নুরুল আলম (৩৮), মৃত আবু তালেবের পুত্র আব্দুল মোন্নাফ (৩৫), আবুল হোছনের পুত্র জাহিদ হোসেন (৩৩) ও মৃত জামাল হোছনের পুত্র আব্দুল পেডান (২২)। 

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও ফিশিং ট্রলারসহ ধৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন