আল-নূর স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক্সের যাত্রাশুরু কসবায়

সুস্থতার পথে আলোর দিশারী স্লোগান ধারণ করে বুধবার ১৬ই সেপ্টেম্বর থেকে কসবায় স্বাস্থ্যসেবা দিতে শুরু করেছে আল-নূর স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক্স। উপজেলার কদমতলী ইদ্রিস টাওয়ারে এই হাসপাতালের উদ্বোধন করা হয়।

|| সারাবেলা প্রতিনিধি, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ||

সুস্থতার পথে আলোর দিশারী স্লোগান ধারণ করে বুধবার ১৬ই সেপ্টেম্বর থেকে কসবায় স্বাস্থ্যসেবা দিতে শুরু করেছে আল-নূর স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক্স। উপজেলার কদমতলী ইদ্রিস টাওয়ারে এই হাসপাতালের উদ্বোধন করা হয়।

হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসাদুজ্জামান ভূইয়া, ডা. মারুফা রহমান ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ সাফায়েত কামাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ডক্টর সাঈদ মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে চিকিৎসক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন