আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ২০২২ সালের মধ্যে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার রেলপথ ডুয়েল গেজ করতে খরচ ধরা হয়েছে ৬ হাজার ৫০৪ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার টাকা। এই কাজ ২০১৬ সালের নভেম্বরে শুরু হয়ে ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও একদফা বাড়িয়ে তা ২০২১ সাল পর্যন্ত করা হয়। পরে করোনার কারনে আরো একদফা বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ।

|| সারাবেলা প্রতিনিধি, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ||

আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজ ২০২২ সালের মধ্যে শেষ হবে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশনে নির্মাণাধীন রেলপথ দেখতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, করোনা স্বাস্থ্যবিধি মেনে যাতে যাত্রীরা ট্রেনভ্রমণ করতে পারেন সেদিকে কঠোর ও আন্তরিক নজর রয়েছে তাদের। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে কসবা স্টেশনে মহানগর প্রভাতী ট্রেন থামার বিষয়ে আশ্বাসও দেন মন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার রেলপথ ডুয়েল গেজ করতে খরচ ধরা হয়েছে ৬ হাজার ৫০৪ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার টাকা। এই কাজ ২০১৬ সালের নভেম্বরে শুরু হয়ে ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও একদফা বাড়িয়ে তা ২০২১ সাল পর্যন্ত করা হয়। পরে করোনার কারনে আরো একদফা বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ।

ঢাকা থেকে চট্টগ্রাম ৩২৫ কিলোমিটার রেলপথের মাঝখানে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ছিল সিঙ্গেল লাইন। এই ৭২ কিলোমিটার নির্মাণকাজ শেষ হলে এই পথে বর্তমানে চালু ২৩ জোড়া ট্রেনের জায়গায় ৭২ জোড়া ট্রেন চলতে পারবে। এতে একদিকে যেমন সময় বাঁচবে। তেমনি পণ্যপরিবহনও বেশী করা যাবে।

মন্ত্রীর সঙ্গে এসময় রেলওয়ে পূর্বাঞ্চলীয় পরিচালক (চট্রগ্রাম) সর্দার শাহাদাত হোসেন, রেলওয়ে এডিজি-আই ধীরেন্দ্রনাথ মুজুমদার, প্রজেক্ট চিফ আমিরুল ইলমাম, তমা গ্রুপ পরিচালক আবুল কাসেম, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন