অচিরেই ফেনী জেলা জাতীয় পার্টি আরও সংগঠিত হবে- রাশেদ চৌধুরী

|| সারাবেলা প্রতিনিধি,ফেনী||

ফেনী জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য নেতৃবৃন্দের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার দুপুরে ট্রাংক রোডে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা যুব সংহতি এ অনুষ্ঠান আয়োজন করে।  

ফেনী জেলা যুব সংহতি সভাপতি রেজাউল গণি পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির যু্গ্ম আহবায়ক এম, এম ইকবাল আলমগীর,যুগ্ম আহবায়ক মজিবুর রহমান বাবুল, আবু সুফিয়ান, ভি পি জহির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট কাজী রবিউল হক রবি। জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়ন অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ বলেন, দলের চেয়ারম্যান মহোদয়ের নির্ধারিত নির্দেশ মোতাবেক আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি ঘোষণা করা হবে এবং অচিরেই জেলা জাতীয় পার্টি আরও সংগঠিত হবে।

তিনি বলেন, নাজমা আক্তার এম পি মহোদয়কে আহবায়ক করে জেলা কমিটি করা হয়েছিল ২০১৮ তে। সেই কমিটি কোনো সম্মেলন করতে পারেনি।আমি নাজমা আক্তার এম পি মহোদয়কে ব্যক্তিগত ভাবে অনুরোধ করেছিলাম পদত্যাগ না করতে, কিন্তু তিনি আমার কথা রাখেননি। তিনি জেলার কোনো নেতার সাথে পরামর্শ না করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। কিন্তু তিনি পরবর্তীতে ফেনী এসে বলেন, এটি একটি পকেট কমিটি। আমি বলতে চাই যারা পকেট কমিটি বলছেন তারা ভুলের স্বর্গে বাস করছেন।এই কমিটিতে প্রত্যেকটি উপজেলার সদস্য আছে।তাহলে এই কমিটি পকেট কমিটি কিভাবে হয়?

সভায় আরো বক্তব্য রাখেন -কেন্দ্রীয় মহিলা পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ফারহানা আইরিন,নবগঠিত কমিটির সদস্য মিরাজ উদ্দিন দুলাল,শাখাওয়াত হোসেন,আজিজুল রসুল মিলন,জেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ- সভাপতি মোক্তার হোসেন মজুমদার, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সম্পাদক আবুল কাসেম মিলন,যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মামুন,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন,পরশুরাম জাতীয় যুব সংহতির সভাপতি জসিম উদ্দিন,ফুলগাজী জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ শহিদুল্লাহ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন